বাংলাদেশকাণ্ড : ইউনুস ও  জয় শঙ্করের কুশপুতুল দাহ কংগ্রেসের শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতন ও প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব কংগ্রেসও। ভারত সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। সোমবার বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের কুশপুতল দাহ করল কংগ্রেস। এ দিন কংগ্রেসিরা শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন। মোহাম্মদ ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী জয় শঙ্করের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকাকে মুখরিত করে তুলেন। এরপর দু’জনের কুশপুতল দাহ করেন।

বাংলাদেশকাণ্ড : ইউনুস ও  জয় শঙ্করের কুশপুতুল দাহ কংগ্রেসের শিলচরে

প্রতিবাদ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভয়ঙ্কর রূপ নিয়েছে। অথচ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা সরকার কোন ব্যবস্থা নেয়নি। এতে তিনি তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। পাশাপাশি তিনি বলেন, একের পর এক ঘটনা ঘটলেও ভারত সরকার ও বিজেপি নিরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন সহ অন্যান্য দেশের বিষয়ে কথা বললেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের ক্ষেত্রে মুখ বন্ধ রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি নিন্দা জানান।

বাংলাদেশকাণ্ড : ইউনুস ও  জয় শঙ্করের কুশপুতুল দাহ কংগ্রেসের শিলচরে

এ দিনের প্রতিবাদী কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং এনএসইউআই-র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!