বাংলা হল বাংলাদেশি ভাষা তীব্র প্রতিবাদ সুস্মিতার

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কেন্দ্র সরকারের তরফে বাংলা ভাষাকে “দ্রুপদী ভাষা” হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা বাংলাদেশি ভাষা বলে স্পষ্টভাবে উল্লেখ হাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশের চিন্তাধারা ও জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বাংলা দেশের একটি স্বীকৃত ভাষা। কিন্তু দিল্লি পুলিশের সেই চিঠিকে ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সোচ্চার হয়েছেন।তিনি প্রথম এই বিষয়টি তুলে ধরে এর নিন্দা জানিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বিষয়টি কটাক্ষ করে একটি টুইট করেছেন। দেশের বিভিন্ন স্থানে মাতৃভাষা বাংলায় যারা কথা বলেন, তাঁরা সবাই এর নিন্দা করেছেন।

অন্যদিকে, বিজেপির আইটি সেলের চ্যায়ারম্যান অমিত মালভিয়া নিজের স্পষ্টিকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছেন বলে অভিযোগ সুস্মিতা দেবের। অমিত মালভিয়া নাকি বলেছেন যে, বাংলাদেশে শুধু বাংলাতেই কথা বলা হয় না, সেখানে সিলেটি ভাষাতেও কথা বলা হয়। তাই এদেশের বাঙালিরা সিলেটি বুঝতে পারে না বলেও উল্লেখ করেছেন অমিত মালভিয়া। কিন্তু সবাই অবগত যে, বরাকে শতশত বছর ধরে মানুষ সিলেটিতে কথা বলে আসছেন। এবং শুধু বরাকে নয় এর বাইরেও অনেক মানুষ আছে যারা সিলেটি ভাষাতেই কথা বলছেন। কিন্তু একটি ভাষার ইতিহাস না জেনে না বুঝে বিজেপি আইটি সেলের চ্যায়ারম্যান অমিত মালভিয়া কেন এধরনের মন্তব্য করেছেন, এনিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন সুস্মিতা। অমিত মালভিয়ার এহেন মন্তব্য সিলেটিদের অপমান করেছে বলে ধারণা সুস্মিতার। পুরো বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করতে কসর বাকি রাখেননি সুস্মিতা দেব।

Spread the News
error: Content is protected !!