সোনাইয়ে শুরু খোঁজের ফুটবল আসর, উদ্বোধনী ম্যাচে জয়ী বনতারাপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ জুন : সোনাইয়ে শুরু হল খোঁজের ফুটবল আসর। সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে জয়ী হয় বনতারাপুর। তারা ৪-১ গোলে হারায় সোনাই একাদশকে। খেলার ১৫ মিনিটে সমির লাজেম গোল করে বনতারাপুরকে এগিয়ে নেন। ২১ মিনিটে সোনাই একাদশকে সমতায় ফেরান রাহাদ লস্কর। এরপর লড়াই শুরু হলেও পর পর তিনটি গোল হজম করতে হয় সোনাইকে। হীরেন সিংহ (২৬), রঞ্জিত সিংহ (৫৭) ও সুরজ সিংহ (৫৯) মিনিটে গোল করেন।

সোনাইয়ে শুরু খোঁজের ফুটবল আসর, উদ্বোধনী ম্যাচে জয়ী বনতারাপুর

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বনতারাপুরের রঞ্জিত সিংহ। তার হাতে পুরস্কার তুলে দেন অসীম চক্রবর্তী ও খোঁজের সভাপতি ডাঃ মাসুম আহমদ।

সোনাইয়ে শুরু খোঁজের ফুটবল আসর, উদ্বোধনী ম্যাচে জয়ী বনতারাপুর

প্রয়াত পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত  স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম চক্রবর্তী, বাপন লস্কর, অরিজিৎ গুপ্ত, পরিতোষ দত্ত, সাহাজান লস্কর,আব্দুল মতিন লস্কর সহ সোনাইয়ের বিশিষ্টজনেরা। খেলা পরিচালনা করেন ইজাজ আহমেদ লস্কর, শহিদ চৌধুরী, প্রবীণ বর্মণ ও শামিম আহমেদ বড়ভূইয়া। আগামীকাল মুনলাইট অ্যাকাডেমি খেলবে স্বাধীনবাজার দলের বিপক্ষে।

সোনাইয়ে শুরু খোঁজের ফুটবল আসর, উদ্বোধনী ম্যাচে জয়ী বনতারাপুর
Spread the News
error: Content is protected !!