বালাছড়া টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ড

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : মহাড়কের বড়খলা বালাছড়া টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টি হয় মহাসড়কে। বড়ধরনের অঘটনের হাত থেকে রক্ষা পায়। জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ বড়খলার বালাছড়া টোলগেটের সার্ভার রুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সার্ভার রুমের দায়িত্বে থাকা কর্মী সংবাদ মাধ্যমকে জানান, এদিন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখতে পান। তখন তিনি চিৎকার শুরু করেন। এতে ছুটে আসেন আশপাশের লোক ও টোলগেটের কর্মীরা। শুরু হয় নিয়ন্ত্রণে আনার যুদ্ধকালীন তৎপরতা। কিন্তু, কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে উঠছিল না। সঙ্গে সঙ্গে বড়খলা থানাতে খবর দেওয়া হয়, খবর পেয়ে বড়খলা পুলিশ ও দমকলের দু’টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

সার্ভার রুমের কর্মী আরও বলেন, এই অগ্নিকাণ্ডে তার নিজস্ব জরুরী নথিপত্র সহ একটি লেপটপ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, টোলগেটে শৌচালয়, জল থাকার কথা থাকলেও বালাছড়া টোলগেটে নেই। এব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ, কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেন তারা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

বালাছড়া টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ড
Spread the News
error: Content is protected !!