বালাছড়ায় বিদেশি সিগারেট সহ আটক ১
বরাক তরঙ্গ, ১১ জুলাই : বড়খলা বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমানে বিদেশি সিগারেট সহ আটক করা হল একব্যক্তিকে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ বড়খলা থানার অন্তর্গত বালাছড়া এলাকায় এক অভিযান চালিয়ে আরজে ০৭ জিডি ৮৬১৩ নম্বরের একটি কন্টেনার গাড়ি তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ২৯২০টা বিদেশি সিগারেট প্যাকেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি হেমা রাম নামের এক যুবককে আটক করা হয়।
বাজেয়াপ্ত বিদেশি সিগারেটের বাজার মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো এবং এই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিনিয়র পুলিশ সুপার জানান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।