সোনাই ক্রিকেটে ৬ উইকেটে বাজিমাত ইলেভেন ফাইটারের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগ ম্যাচে বৃহস্পতিবার ৬ উইকেটে বাজিমাত করলো ইলিভেন ফাইটার (বারিকনগর)। এদিন তারা হারিয়েছে আর এফ এডুকেশন ফাউন্ডেশন সোনাইকে। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ইলেভেন ফাইটার টসে জিতে বিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
প্রথমে ব্যাট করতে নেমে আরএফ এডুকেশন ফাউন্ডেশন ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রানের স্কোর করে। দলের হয়ে আহাদ মজুমদার সর্বোচ্চ (৪৭) রান করেন। এছাড়া সারুক ১৯ ও নজমুল হক বড়ভূইয়া ১৪ রান করেন। ইলেভেন ফাইটারের হয়ে ঝলক লস্কর ও সঞ্জু গোয়ালা ৩টি করে উইকেট নেন। আসরাফুল আলম লস্কর ও সহিদ আহমেদ লস্কর ১টি করে উইকেট লাভ করেন। ১২০ রানের মোকাবিলা করতে নেমে ইলেভেন ফাইটার ১৩.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১২৫ রান তুলে নেয়। তাদের আসরাফুল আলম লস্কর সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া তাহিল খান ২৩, কুতুব উদ্দিন ২১ রান করেন। বোলিংয়ে মাহমুদ হোসেন লস্কর ও অজিত কুমার ২টি করে উইকেট তুলেন।

প্রতিয়োগিতার সূচী অনুযায়ী শুক্রবার খেলা নেই। শনিবার বনরাজ ওয়ারিয়র্স খেলবে সোনাই টাইটানের বিরুদ্ধে। ম্যাচের সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটসের পুরস্কার জেতেন ইলেভেন ফাইটারের আসরাফুল আলম লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হামিদ চৌধুরী। এদিনের ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন ইলেভেন ফাইটারের আসরাফুল আলম লস্কর। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন ক্রীড়া শিক্ষক সাহার আলম বড়ভূইয়া।