বাজি, ঝাড়খণ্ডে দীপাবলির রাতে ভস্মীভূত ৬৬টি দোকান

বাজি, ঝাড়খণ্ডে দীপাবলির রাতে ভস্মীভূত ৬৬টি দোকান

১ নভেম্বর : দীপাবলির রাতে ঝাড়খণ্ডের বোকারোয় আগুন লেগে ভস্মীভূত হয়ে গলে একের পর এক আতস এবং শব্দবাজির দোকান। রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বোকারোর গর্গ সেতুর কাছে। বোকারোর ডেপুটি পুলিশ সুপার অলোক রঞ্জন জানিয়েছেন, ১৩-১৪টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। যদিও স্থানীয়দের দাবি, ৬৬টি দোকান পুড়ে গিয়েছে।

জানা গিয়েছে, প্রতি বছরই গর্গ সেতুর কাছে অস্থায়ীভাবে বাজির দোকান (Firecracker Shops) সাজিয়ে বসেন বহু বিক্রেতা। ডিএসপি জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই প্রতি বছর ওই সেতুর কাছে অস্থায়ী দোকান নিয়ে বসেন বাজি বিক্রেতারা। দীপাবলি উপলক্ষ্যে বাজির কেনার জন্য ভিড়ও হয় সেখানে।

গতকাল কেনাকাটা করতে ভিড় ছিল। বাজি ফাটানোর সময় কোনওভাবে একের পর এক দোকানে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। সবাই আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজির ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবি, কয়েক লক্ষ টাকার বাজি পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাজি, ঝাড়খণ্ডে দীপাবলির রাতে ভস্মীভূত ৬৬টি দোকান
বাজি, ঝাড়খণ্ডে দীপাবলির রাতে ভস্মীভূত ৬৬টি দোকান

Author

Spread the News