আহলে সুন্নাতের কোন কমিটির উপদেষ্টা পদে নেই, অনুগামীদের জানালেন বাগপুরী

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনও কমিটির উপদেষ্টা পদে নেই বলে অনুগামীদের জানালেন আলহাজ শাহসূফী জমিলুন্নবী চৌধুরী (বাগপুরী)। সম্প্রতি লবিবাজের ফলে আহলে সুন্নতের দু’টি কমিটি গঠন হয়। আর গত এক ডিসেম্বর রাতাবাড়িতে গঠিত এক কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহসূফী জমিলুননবী চৌধুরী বলে প্রচার করা হয়। এনিয়ে বাগপুরের ‘পীর সাহেবের’ একাংশ অনুগামী ও জামাতের শুভাকাঙ্খীরা সঠিক খবর জানার জন্য বাগপুরের সাহেব বাড়িতে গিয়ে শাহসূফী জমিলুননবী চৌধুরীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন। এবং একাংশ জানতে চান যে, তিনি সত্যিকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন কী না। তখন শাহসূফী জমিলুন্নবী তাদের জানান, উপদেষ্টা হিসেবে থাকার কথা তিনি নিজেও জানেন না। কেউ থাকে না জানিয়ে তাঁর নাম ব্যবহার করছেন। যেটা এখন তাঁর নজরে দেওয়ার পর তিনি জানতে পেরেছেন।

তিনি সাফ জানিয়ে দেন রাতাবাড়ির সভায় গঠিত কমিটির উপদেষ্টা পদে তিনি নেই। শুধু এ কমিটি নয়, এসব কোনও কমিটির উপদেষ্টা হিসেবে তিনি নেই বলে উপস্থিত অনুগামী ও জামাতের শুভাকাঙ্ক্ষীদের স্পষ্ট জানিয়ে দেন শাহসূফী জমিলুননবী চৌধুরী (বাগপুরী)।

Author

Spread the News