শিলচর বড় মসজিদে আধুনিক লিফ্টের উদ্বোধন করলেন বাগপুরী
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : জুম্মার নামাজ বিশেষ করে রমজান মাসে বয়স্ক মুসল্লিদের অসুবিধার কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী শিলচর বড় মসজিদে বসানো হল অত্যাধুনিক একটি লিফ্ট। শুক্রবার জুম্মার নামাজ শেষে ফিতা কেটে মুসল্লি ও মসজিদ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন করে প্রতিস্থাপিত লিফ্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপত্যকার বিশিষ্ট আধ্যাত্মিক পীর জমিলুন্নবী চৌধুরী বাগপুরী। এই লিফ্ট নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ২৩ লক্ষ টাকা। উল্লেখ্য, বরাক উপত্যকা তথা রাজ্যের মধ্যে মুসল্লিদের সুবিধার্থে প্রথম শিলচর বড় মসজিদে বসলো লিফ্ট।
লিফ্ট উদ্বোধন শেষে মসজিদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পীর জমিলিুন্নবী চৌধুরী শিলচর বড় মসজিদ কমিটির সভপতি আলহাজ আমিনুল হক লস্কর সহ সকল কর্মকর্তাদের এই উদ্যোগ গ্রহণের জন্য প্রশংসা করেন। মসজিদ কমিটির উন্নয়নমূলক কাজকর্ম দেখে তিনি সন্তোষ প্রকাশ করে জেলার অন্যান্য মসজিদ কমিটিগুলিকে শিলচর বড় মসজিদকে অনুসরণ করার পরামর্শ প্রদান করেন। তিনি আক্ষেপ করে বলেন, কোনও কোনও মসজিদ কমিটির কর্মকর্তা মসজিদের সম্পত্তিকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করতে দেখা যায় এটা আল্লাহর কাছে যেমন অপছন্দ তেমনি আম মানুষের চোখেও খারাপ লাগে।

মসজিদ কমিটির সভাপতি আলহাজ আমিনুল হক লস্কর বক্তব্যে তাঁর নেতৃত্বাধীন কমিটি গঠনের পর বড় মসজিদের যেসকল উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে তা তুলে ধরেন। তিনি বলেন, গত চার বছরে মসজিদের আকর্ষণীয় গম্বুজ নির্মাণ ছাড়াও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় নতুন টাইলস লাগানো, ইমাম ও খাদিমদের থাকার ঘর, ইসলামিক লাইব্রেরি তথা রিসার্চ সেন্টার, মসজিদের সামনে ও পেছন দিকে নতুন করে গেট নির্মাণ করা হয়েছে। সর্বোপরি মসজিদের হিসেব নিকেশে স্বচ্ছতার জন্য কম্পিউটারে সফ্টওয়ার লাগানো হয়েছে। প্রায় আড়াই কোটি টাকার কাজ করেও বর্তমানে তহবিলে ৩০ লক্ষ টাকা সঞ্চিত রয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া বক্তব্য রাখেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ সেবুল আহমদ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ আনোয়ার আহমদ লস্কর (বতাই)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক যথাক্রমে সামিনুল হক বড়ভূইয়া, মহফুজুল বারী(মামুন), মাসুক আহমদ, মিলন উদ্দিন লস্কর, শিহাবুদ্দিন আহমেদ, মজিবুর রহমান চৌধুরী, সফিকুর রহমান লস্কর, মুক্তাধীর হোসেন বড়ভূইয়া, হিফজুর রহমান বড়ভূইয়া, রেদওয়ান হোসেন খান, আজমল হোসেন বড়ভূইয়া, এন্দো মজুমদার,পাকি মিয়া চৌধুরী, মসজিদের ইমাম মওলানা সাব্বির আহমদ লস্কর, সহকারী ইমাম মওলানা সাকির আহমেদ লস্কর প্রমুখ। সবশেষে বিশেষ মেনাজাত করেন পীর জমিলুন্নবী চৌধুরী।