বাগেটার গোর্খা ইয়ুথ ক্লাবের চেস টুর্নামেন্ট সম্পন্ন
পিএনসি, হাফলং।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : বাগেটার গোর্খা ইয়ুথ ক্লাব হাফলঙের ব্যবস্থাপনায় ও ডিমাহাসাও চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৯ ও ২০ অক্টোবর দু’দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ওপেন চেস টুর্নামেন্ট।
বাগেটার গোর্খা ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেন মোট ৩২জন খেলোয়াড়। অসম চেস অ্যাসোসিয়েশনে তদারকি ও কাছাড় চেস অ্যাসোসিয়েশনের সমর্থনে এবং শিলচর ও কার্বি আংলং থেকে আগত পেশাদারী চেস খেলোয়াড়দের উপস্থিতিতেই এ ওপেন টুর্নামেন্ট সম্পন্ন হয়। এতে অংশ নেন শৈলশহর হাফলঙের ক’জন তরুণ খেলোয়াড়। খেলায় বিজয়ী প্রথম তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে রয়েছেন যথাক্রমে থং টেরন,কার্বি আংলং, দীপ দাস শিলচর এবং কৃষ্ণ যোশী, আয়োজক ক্লাব সদস্য।
তাঁদের হাতে ট্রফি সহ নগদ অর্থ ৩৫০০টাকা, ২৫০০ টাকা ও ১৫০০টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় আয়োজক ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও ভীম শর্মা ও দীপক ছেত্রীকে যথাক্রমে ১০০০টাকা ও ৭৫০টাকা করে ভাল খেলার জন্য পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, বিজেতাদের হাতে প্রাইজ মানি তুলে দেওয়ার ক্ষেত্রে সারা অসম চেস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ড. চার্বাক সাহায্যের হাত বাড়িয়েছেন।