উদ্বোধনী ম্যাচে জিতলো বদরপুর আসামিজ উইম্যান টিম

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : সোমবার থেকে শুরু হল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৫। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বাজিমাত করে বদরপুর আসামিজ উইম্যান টিম। নিচতল মহাদেব ক্লাবের বিরুদ্ধে। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে। বৃষ্টি ভেজা মাঠে এদিন দু’টি দলই নির্ধারিত সময়ে তিনকাঠি ভেদ করতে পারেনি। খেলা হয় সমানে-সমানে। ফলে গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচে উইম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের জন্য নির্বাচিত হন বদরপুর দলের প্রিয়ঙ্কা দাস।

এদিনের উদ্বোধনী ম্যাচে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক  দীপায়ন চক্রবর্তী। তিনি খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এসময়ে শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!