রেফারি কর্মশালার শেষদিনে বদর মজুমদার ও জয়চন্দ্রকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : দু’দিনের রেফারি কর্মশালা বুধবার বিকাল পাঁচটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হল। রেফারিজ ট্রেনিং সেন্টারের দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুদিনের এই কর্মশালায় প্রাক্তন জাতীয় রেফারি ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারি অ্যাসেসর জয় চন্দ্র সিংহ রেফারিদের প্রশিক্ষণ দেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষক জয় চন্দ্র সিংহ এবং  রেফারি হিসেবে প্রাক্তন রেফারি তথা সাবেক করিমগঞ্জ জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদারকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত,  সচিব অতনু ভট্টাচার্য,  ট্রেনিং সেন্টারের সভাপতি ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, সচিব প্রবীর দাস সহ আরও অনেকে।

সভায় জেলা ক্রীড়া সংস্থার সচিব রেফারিজ ট্রেনিং সেন্টারের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভালভাবে কর্মশালা পরিচালনা করার জন্য দশ হাজার টাকার চেক তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আগামীতে বরাক ভিত্তিক কর্মশালা করার জন্য পরামর্শ দেন এবং বিনাশুল্কে প্রশিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

রেফারি কর্মশালার শেষদিনে বদর মজুমদার ও জয়চন্দ্রকে সংবর্ধনা

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আয়োজক সভাপতি ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, সচিব প্রবীর দাস, প্রশিক্ষক জয় চন্দ্র সিং, বদর উদ্দিন মজুমদার ও প্রশিক্ষার্থীদের মধ্যে ছায়াজুল হক লস্কর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রবীর দাস।

Author

Spread the News