বেহাল সড়ক : শিলচর ক্যাপিটাল পয়েন্ট অবরোধ

বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচর শহরে বেহাল রাস্তাঘাট। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতার। এর প্রতিবাদে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করলেন ইয়াসির ডাকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রতিবাদকারীরা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানালেন। বুধবার সকালে প্রতিবাদ চলাকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন।

অবরোধ চলাকালীন সঞ্জীব রায়, হায়দর হোসেন চৌধুরী, সাধন পুরকায়স্থরা বলেন, গত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিলচর শহরবাসীর। রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে আহত হয়েছেন বহু যাত্রী। তারপরও রাস্তা সংস্কার করার পদক্ষেপ করেনি পূর্ত বিভাগ। প্রতিবাদকারীরা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসাদ এসি রুমে বসে বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় কিছু নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিক্যাল পর্যন্ত রাস্তার যে জড়াজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অথচ তাঁরা নিরব ভূমিকা পালন করে চলেছেন।

বেহাল সড়ক : শিলচর ক্যাপিটাল পয়েন্ট অবরোধ

নেতা মন্ত্রী আসলেই শিলচরের রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামত হয় তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না এর কী কারণ জানতে চান তাঁরা। প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে ৭২ ঘণ্টা সময়সীমা বেধে দেন। এর মধ্যে যদি শিলচর শহরের বেহাল রাস্তা মেরামত না হয় তাহলে গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।

Author

Spread the News