বেহাল সড়ক : বিক্ষোভ মিছিল শিলচরে
বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচর শহরের রাস্তাঘাট নিয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। বুধবার শিলচর ক্যাপিটাল পয়েন্টে একদল সড়ক অবরোধ করে, আরেকদল বিক্ষোভ মিছিল বের করে শহরে।
এদিন শিলচর শহর সহ জেলার বিভিন্ন রাস্তার বেহাল দশার বিরুদ্ধে শিলচরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস। শহরের উকিলপট্টি থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, শিলংপট্টি , পার্ক রোড হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে পৌঁছে আন্দোলনকারীরা ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিক্যাল কলেজ, রাঙ্গীরখাড়ি থেকে সোনাই রোড, মেডিকেল কলেজ থেকে ধোয়ারবন্দ, বিলাইপুর, শিলচর-কালাইন, শিলচর – করিমগঞ্জ ইত্যাদি সড়ক দ্রুত নির্মাণের দাবিতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলির মেরামতির ক্ষেত্রে রাজ্য সরকার, পিডব্লুডি, এনএইচআইডিসিএল বিভাগের উদাসীনতা, নিস্ক্রিয়তা ও অবহেলার বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন সংগঠনগুলোর পক্ষে দুলালী গাঙ্গুলি।
তিনি বলেন, শিলচর শহরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সড়কগুলির ভঙ্গ দশার জন্য। একই অবস্থা শিলচর-কালাইন, শিলচর- ধোয়ারবন্দ- বিলাইপুর এবং শিলচর-করিমগঞ্জ সড়কের। অথচ আসাম সরকার, স্থানীয় বিধায়ক, সাংসদরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকেও কোন ধরনের স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হচ্ছে না। তিনি বলেন ভোটের সময় শাসকদলের হয়ে প্রচার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ শিলচরে এলে কয়েক ঘণ্টার মধ্যে সড়কের কাজ হয় অথচ দিনের পর দিন জনগণ নাজেহাল হলেও সরকার ও সংশ্লিষ্ট বিভাগ কোনো দায়িত্ব পালন করে না। তিনি হুশিয়ারি প্রদান করে বলেন যে সড়কগুলির পূর্ণ সংস্কারের কাজ অবিলম্বে শুরু করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এমনকি গোটা জেলায় সর্বাত্মক হরতাল পালনের ডাক দেওয়া হতে পারে যাতে বধির সরকার শুনতে পারে। আজকের আন্দোলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিজিৎ কুমার সিনহা, পরিতোষ ভট্টাচার্য, অঞ্জন চন্দ, স্বাগতা ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ।