বেহাল জাতীয় সড়ক, অবরোধ সোনাবাড়িঘাটে
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : বেহাল রাস্তা ও ধুলোর ঝড়ে নাকাল সোনাবাড়িঘাটের জনগণসহ স্কুল কলেজের পড়ুয়ারা। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো। এদিন বেলা বারোটা নাগাদ ব্যবসায়ী সমিতি, স্থানীয় নাগরিক ও স্কুল পড়ুয়াড়া ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলেন। অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কারসহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা।
সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির স্বামী তথা সমাজকর্মী সামসুল ইসলাম বড়ভূইয়া জানান, প্রায় সাত-আট মাস থেকে এই সমস্যায় ভুগছেন। বর্ষার মরসুমে কাদার সমস্যা এবং শুকনোতে ধুলোর ঝড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী সহ আমজনতা। স্থায়ী সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে। ওই সোনাইয়ে এক অনুষ্ঠানে রয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ঘণ্টা দেড়েক পর সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম পৌঁছে তাঁদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন।