জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত বাবুল আহমদ

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : কাছাড় জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত হলেন বাবুল আহমদ বড়ভূইয়া। মঙ্গলবার অসম প্রদেশ কৃষক কংগ্রেসের চেয়ারম্যান হরিপ্রসাদ শইকিয়া বাবুল আহমদ বড়ভূইয়াকে নিযুক্তি দেন। বাবুল আহমদ বড়ভূইয়াকে এই দায়িত্ব অর্পণ করায় তিনি প্রদেশ কৃষক কংগ্রেসের চেয়ারম্যান হরিপ্রসাদ শইকিয়া, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এবং প্রদেশ কংগ্রেসের কার্যকারী সদস্য আমিনুল হক লস্করের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাবুল আহমদ বড়ভূইয়া আগেও সোনাই ব্লক কংগ্রেসের বিভিন্ন দায়িত্বশীল পদে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও, অতিতে বাবুল আহমদ বড়ভূইয়া কংগ্রেসের ছাত্র সংগঠন এবং যুব কংগ্রেসের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বাবুল আহমদ বড়ভূইয়াকে কংগ্রেস দলের এই দায়িত্ব অর্পণ করায় জাতীয় কংগ্রেস দলের নেতা ও কর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

কাছাড় জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান বাবুল আহমদ বড়ভূইয়া অভিমত ব্যক্ত করে বলেন, তিনি দলের স্বার্থে উজাড় করে দায়িত্ব পালন করবেন। এছাড়া, বাবুল আহমদ বড়ভূইয়া সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত বাবুল আহমদ
জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত বাবুল আহমদ
Spread the News
error: Content is protected !!