বি ডিভিশন ফাইনাল শনিবার, খেলবে ইভিনিং-টিটি ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিলচর ডিএসএর ওষধিপ্রসাদ দত্ত বি ডিভিশন ফুটবলের ফাইনালে চলে গেল টেবিল টেনিস (টিটি) ক্লাব ও ইভিনিং ক্লাব।  শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে প্রথম সেমিফাইনালে অগ্রণী ক্লাবকে ২-১ গোলে হারায় টিটি ক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে রূপম সাংস্কৃতিক সংস্থাকে গোলে ভাসায় ইভিনিং ক্লাব। তারা জেতে ৯-০ গোলে।

প্রথমার্ধেই দুই গোল তুলে নেয় টিটি ক্লাব। ৯ মিনিটে প্রথম গোলটি করেন সাহারুল ইসলাম। ২৮ মিনিটে স্কোর ২-০ করেন রাহুল আমিন। অগ্রণীর একমাত্র গোলটি করেন তাহির আহমেদ। ৫৮ মিনিটে। ম‍্যাচ সেরা হন রাহুল। তাঁর হাতে ট্রফি তুলে দেন অমিতাভ বিশ্বাস। ইভিনিং ক্লাবের বিশাল জয়ে হ‍্যাট্রিক করেন রতিশ কামান্দি ও মেচিলং রংমাই। উভয়ে পান তিনটি করে গোল। দুটি করেন সৌরভ থাপা। অন‍্যটি পান সুধাংশু তেলি। ম‍্যচের সেরা হন রতিশ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শিলচর স্পোর্টিং ক্লাব সভাপতি ড. অনুপ রায়। ফাইনাল শনিবার। ম‍্যাচ শুরু হবে বেলা দুটোয়।

Author

Spread the News