সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শুক্রবার স্কুল থেকে এক সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। যানবাহন চালকদের সড়ক নিরাপত্তার বিধি সম্পর্কে সচেতন করতে চেষ্টা করেন তারা। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইন বোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানিয়ে তাঁদের হাতে লিফলেট তুলে দেন। এছাড়া সড়ক নিরাপত্তা নিয়ে এক নাটক পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা।

স্কুলের অধ্যক্ষ গায়েত্রী পাল জানান, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের প্রথম প্রেরণা হলো ছাত্রছাত্রীদের জীবন দান করা। আমরা সবসময় ছাত্রছাত্রীদের সচেতন করে থাকি জীবন বেঁচে থাকলে সবকিছু জয় করা যায়। সাধারণ মানুষ সহ স্কুল শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।”

সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের

এদিনের সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের এমডি রানা মেফুজ লস্কর, হাকিম উদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী, অমিতাভ শর্মা, শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের

Author

Spread the News