শিলচরে সচেতনতা ছড়াল ‘মিশন হেলদি ভারত’, এবার রওনা মণিপুরের পথে

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : ভারতের যুব আইকন তপসী উপাধ্যায়ের নেতৃত্বে চলা ‘মিশন হেলদি ভারত’ বুধবার শিলচরে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সেশন সম্পন্ন করল। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির ডি-অ্যাডিকশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবেশ রক্ষা, প্লান্ট-বেসড খাদ্যাভ্যাস ও নারী-যুব ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।

২৩ বছর বয়সী “বি টেক পানিপুরিওয়ালি” খ্যাত তপসী দেশজুড়ে বাইকে ঘুরে মানুষকে স্বাস্থ্যকর ও সহানুভূতিশীল জীবনের জন্য উদ্বুদ্ধ করছেন। এই অভিযানটি ‘সম্পূর্ণ ভারত যাত্রা’ ব্যানারে ওয়ার্ল্ড ভেগান ভিশন (WVV)-এর সহায়তায় ৯ মার্চ মেরঠ থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত ৯টি রাজ্যে সফলভাবে পৌঁছেছে।

পরবর্তী গন্তব্য মণিপুর, যা দিয়ে উত্তর-পূর্ব ভারতের সফর শেষ হবে। এ দিনের সচেতনতা সবাই উপস্থিত ছিলেন লাইফ লাইন হেলপিং হ্যান্ড সোসাইটির পক্ষ থেকে গুড্ডু কুমার সিং, সাজানূল হক বড়ভূইয়া, কাউন্সিলর এইচ.ধরেন্দ্র সিংহ,তুষার উপাধ্যায়, সন্দীপ চৌধুরী,দেশরাজ সিং, জামান মাঝারভূইয়া, জায়েদ লস্কর, বাপ্পা চৌধুরী প্রমুখ।

Spread the News
error: Content is protected !!