এইডস দিবসে সচেতনতা সভা আসম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস উপলক্ষে আসাম রাইফেলস মণিপুরের ননি জেলার নুংবা গ্রামবাসীদের মধ্যে এক শিক্ষামূলক বক্তৃতা আয়োজন করে। বক্তৃতাটির উদ্দেশ্য ছিল এইচআইভি ও এইডস, এর প্রতিরোধ এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা রাখা।

যুব ও প্রবীণ সহ মোট ৩০ জন গ্রামবাসী এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালীন অংশগ্রহণকারীদের এইচআইভি/এইডস এর কারণ, লক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এই রোগের সঙ্গে সম্পর্কিত সাধারণ ভুল ধারণা নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। যেখানে গ্রামবাসী তাদের উদ্বেগগুলি ভাগ করে নেয় এবং নির্দেশনা পায়। উপস্থিতরা আসাম রাইফেলসের এই ধরনের গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে।

এইডস দিবসে সচেতনতা সভা আসম রাইফেলসের

এ দিকে, আসাম রাইফেলস এক প্রেসবার্তায় জানায়, মণিপুরের বিরাজমান পরিস্থিতিতে আসাম রাইফেলস এই অঞ্চলের জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং শান্তির প্রচারে সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়াতে এবং সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এইডস দিবসে সচেতনতা সভা আসম রাইফেলসের

Author

Spread the News