আমড়াঘাট কলেজে সচেতনতা ও মক ড্রিল প্রোগ্রাম শিলচর ভ্যালি ভিউ-র
বরাক তরঙ্গ, ৪ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে একটি ‘সচেতনতা ও মক ড্রিল প্রোগ্রাম’ আয়োজিত হয়, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন দিক নিয়ে, মহেন্দ্রকুমার দে কলেজ, আমরাঘাটে। এটি ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ-এর সঙ্গে একটি যৌথ উদ্যোগ, যেখানে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। NDRF-এর মক ড্রিল ছিল সচেতনতা কর্মসূচির সেরা অংশ, যার সঙ্গে ছিল NDRF কর্তৃপক্ষের মূল্যবান বক্তব্য। এই অনুষ্ঠানটি অত্যন্ত উপকারী ছিল এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে।

ক্লাব ভ্যালি ভিউ-এর সম্পাদক ড. অনুপ রায় অনুষ্ঠানটির সূচনা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ডঃ মিতা দে। দশ সদস্যের NDRF দলের নেতৃত্ব দেন ইনস্পেক্টর রৌশন কুমার সিং, যিনি মক ড্রিল চলাকালীন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বক্তব্য রাখেন। ক্লাব ভ্যালি ভিউ-এর গাইডিং লায়ন সঞ্জীব রায় কলেজ কর্তৃপক্ষ ও NDRF-কে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এরকম কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. হোসেন আহমেদ লস্কর, সাইদুর রহমান লস্কর, অর্চনা পাল এবং সেলিম উদ্দিন লস্কর প্রমুখ।

‘ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ কেন্দ্রীয় কমিটি এই প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে। ইয়াসি-এর পক্ষে উপদেষ্টা সিধু ভূষণ রায়, প্রকল্প-প্রধান মিস তৃপ্তি কর্মকার, দিনেশ কাহার, মান্না কর্মকার, আবুল হোসেন লস্কর এবং তরনি কর্মকার উপস্থিত ছিলেন।