মাওলিংখুং থেকে শিলচরের পাঁচগ্রাম পর্যন্ত গ্রিণ ফিল্ড হাইস্পিড করিডর প্রকল্পের অনুমোদন

পিএনসি,, কলকাতা।
৩০ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি মেঘালয়ের শিলঙের কাছে মাওলিংখুং থেকে অসমের শিলচরের নিকটবর্তী পাঁচগ্রাম পর্যন্ত ৬ নম্বর জাতীয় মহাসড়ক বরাবর ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের গ্রীণ ফিল্ড হাইস্পিড করিডর প্রকল্পে অনুমোদন দিয়েছে। হাইব্রিড অ্যানুইটি মোডে এই প্রকল্প রূপায়ণে মূলধনী খরচ ধরা হয়েছে ২২,৮৬৪ কোটি টাকা।

এর ফলে গুয়াহাটি থেকে শিলচরে যাতায়াত অনেক সহজ হবে। দেশের মূল ভূ-খন্ডের সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অসমের বরাক উপত্যকার সংযোগ উন্নততর হবে। এই প্রকল্প ২৭, ১০৬, ২০৬ এবং ৩৭ নম্বর জাতীয় মহাসড়ককে সংযুক্ত করায় গুয়াহাটি, শিলং ও শিলচর সহ উত্তর-পূর্বাঞ্চলের বড় শহরগুলিতে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। লজিটিক্স পরিষেবা আরও উন্নত হওয়ায় গতি আসবে অর্থনৈতিক বিকাশে। পাশাপাশি উত্তর –পূর্বাঞ্চলে পর্যটনেরও প্রসার হবে আরও দ্রুত।

মাওলিংখুং থেকে শিলচরের পাঁচগ্রাম পর্যন্ত গ্রিণ ফিল্ড হাইস্পিড করিডর প্রকল্পের অনুমোদন
Spread the News
error: Content is protected !!