ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল নিলামবাজার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : ওয়াকফ আইন বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার নিলামবাজার সার্কল কার্যালয় উত্তাল করে তুললেন মুসলিম জনগণ। সোমবার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিল ৬ নম্বর জাতীয় সড়কের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর নিলামবাজার সার্কল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন। হাতে হাতে প্ল্যাকার্ড,“ওয়াকফ আইন মানি না, মানব না” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা।

ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল নিলামবাজার

প্রতিবাদকারীদের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল। অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়েদেন সংগঠনগুলোর কর্মকর্তারা।

ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল নিলামবাজার

Author

Spread the News