ভারতমালার সড়কের সংলগ্ন জমি জবরদখলের চেষ্টা
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : কাশীপুর ভারতমালা প্রকল্পের আওতায় পড়া সড়কের পাশে থাকা মাঠের প্রায় দুইশো বিঘা জমির কিছু দুর্বল শ্রেনীর লোকদের ভয় দেখিয়ে জমিগুলোকে জবর দখলের চেষ্টা চলছে নিয়াইরগ্ৰাম বাগপুরের কয়েকজন লোক। ওই স্থানে মহিদ হুসেন বড়ভূইয়ার থাকা জমির উপর বুধবার দুপুর ১ টার সময় জালাল উদ্দিন চৌধুরী ও হাসান উদ্দিন চৌধুরীরা
বেআইনিভাবে ঘর বানানোর খবর পেয়ে হাসান উদ্দিন লস্কর নিয়াইরগ্ৰামের বাসিন্দা আব্দুল মাসুক লস্করকে সঙ্গে নিয়ে একটি স্কুটি করে জায়গাটিতে পৌঁছেন। তিনি প্রতিবাদ জানালে তাদের জালাল উদ্দিন ও হাসান উদ্দিনের জমি দখলকারী গুণ্ডা বাহিনীরা ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চালায়, কোনও রকমে সেই জায়গা থেকে পালিয়ে যায় মহিদ উদ্দিন কিন্তু আব্দুল মাসুক লস্করকে ঘেরাও করে ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে আঘাত করে ও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে আব্দুল মাসুককে আহত অবস্থায় পথচারী মানুষ বাড়িতে এনে পৌঁছে দেন। সঙ্গে-সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
শনিবার নিয়াইরগ্ৰামের আহত আব্দুল মাসুক লস্করের বাড়িতে বসে জমির একাংশ মালিকরা সানাউল্লাহ লস্কর ও তার বড়বোনের স্বামী জালাল উদ্দিন চৌধুরীর অবৈধভাবে জমি ঘটনা গুলো তথ্য ও প্রমান সহকারে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। এবং উপস্থিত সবাই সানাউল্লাহ লস্কর ১২৬ নং সৈয়দপুর সরকারীএলপি স্কুলের একজন শিক্ষক হিসেবে কিভাবে জমির সরকারী কাগজপত্রকে অবৈধভাবে বানিয়ে জমি দখলের কাজে এই অঞ্চলের এক ভূমাফিয়াদের মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছেন? এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে অবৈধ পাকড়াও করে শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের জেলা প্রশাসনের কাছে।
