পাকিস্তানে হামলা, ১০ সেনা নিহত

২৬ এপ্রিল : পাকিস্তানে বালুচ লিবারেশন আর্মি (BLA) ১০ জন সেনাকে হত্যা করার দাবি করেছে। কোয়েটার কাছে মারগাত এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত IED বিস্ফোরণের মাধ্যমে এই হামলা চালানো হয়। এই হামলায় সেনাবাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রসঙ্গত, BLA পাকিস্তানে ক্রমাগত আক্রমণ করছে। সম্প্রতি BLA একটি ট্রেন হাইজ্যাক করেছিল যাতে ৯০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়।

পাকিস্তানে হামলা, ১০ সেনা নিহত
Spread the News
error: Content is protected !!