দিনদুপুরে বৃদ্ধ দম্পতির ওপর হামলা, মৃত্যু মহিলার, রাতেই গ্রেফতার খুনি

বরাক তরঙ্গ, ২৮ মে : দেড়গাঁওয়ের বাদুলিপাড়ার বুড়াগাঁওয়ে নামঘরিয়া হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর দেড়গাঁও পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সন্তোষ ঘাটোয়ারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে, প্রায় ১০ টার সময়, নামঘোরিয়া বাসিন্দা সোনেশ্বর গগৈকে তার উঠোনে গাছে জল দেওয়ার সময় একটি ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আক্রমণ করা হয়।

একই সময়ে, তার স্ত্রী, দেবিকা গগৈ ওপর একটি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সন্তোষ। ৬৫ বছর বয়সী সোনেশ্বর গগৈ নৃশংস হামলার পর হাসপাতালে যাওয়ার পথে মারা যান। এখনও, তার স্ত্রী, দেবিকা গগৈ, জেএমসিএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার অবস্থা সংকটাপন্ন।

বাদুলিপাড়ার গ্রামে হত্যাকাণ্ডের পর অঞ্চলে একটি চাপা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। সোনেশ্বর গগৈর মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর শোকের আবহ সৃষ্টি হয়েছে।  এদিকে, পুলিশ রাতের বেলায় একটি স্নিফার কুকুর নিয়ে অঞ্চলে অভিযান চালিয়েছে।

হত্যাকারী সন্তোষ ঘাটোয়ার পুলিশ হেফাজতে নামঘোরিয়া সোনেশ্বর গগৈর হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ সন্তোষের ভাইকেও গ্রেফতার করেছে। পুলিশ সন্দেহ করছে যে সন্তোষ ঘাটোয়ার গগৈ পরিবারে পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত। তবে, সন্তোষের সঙ্গে আর কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে, পুলিশ স্টেশনে হত্যাকারী সন্তোষ ঘাটোয়ার দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

দিনদুপুরে বৃদ্ধ দম্পতির ওপর হামলা, মৃত্যু মহিলার, রাতেই গ্রেফতার খুনি

স্থানীয় বাসিন্দারা দিনদুপুরে বৃদ্ধ দম্পতির ওপর হামলার ঘটনার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেনি। জনসাধারণ পুলিশকে তাদের অসন্তোষ প্রকাশ করেছে, কারণ তারা সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয়রা সোনেশ্বর গগৈর দেহের শেষকৃত্য সম্পন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেফতার করে। প্রয়োজন হলে, স্থানীয় বাসিন্দারা দেহ নিয়ে জাতীয় মহাসড়ক ৩৭ অবরোধ করার হুমকি দিয়েছে।

Spread the News
error: Content is protected !!