আসাম ক্রিকেট সংস্থায় দায়িত্ব পেলেন অতনু-সুদীপ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : আসাম ক্রিকেট সংস্থার ছয়টি জোনের মধ্যে দক্ষিণ আসাম জোনের কো-অর্ডিনেটর হয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য। অন্যদিকে, সংস্থার নতুন কমিটিতে দায়িত্ব নিলেন শ্রীভূমি ডিএসএ-র সচিব সুদীপ চক্রবর্তী। গভর্নিং কাউন্সিল সদস্য পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তিনি।
এসিএ-র নতুন কমিটির মেয়াদ তিন বছর। এতে নতুন সচিব হয়েছেন বরপেটার সনাতন দাস। তবে বিধায়ক তরঙ্গ গগৈ সভাপতি পদে দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আসাম ক্রিকেট সংস্থার নতুন অ্যাপেক্স কাউন্সিলে কোষাধ্যক্ষ হয়েছেন অনুপম ডেকা। চিরঞ্জিত লাংথাসার স্থলাভিষিক্ত হয়েছেন অনুপম।
এদিকে, ত্রিদিব কোঁয়রের স্থলাভিষিক্ত হলেন সনাতন। গুয়াহাটিতে সংস্থার এজিএমে শনিবার রমেন দত্ত সর্বসম্মতিতে উপসভাপতি এবং রাজেন্দ্র সিং যুগ্ম সচিব হয়েছেন। আসলে সব পদেই একটি করে নমিনেশন জমা পড়ায় কোনও ভোটাভুটির প্রয়োজন পড়েনি। অ্যাপেক্স কাউন্সিল সদস্য হয়েছেন মুকুতা নন্দা ভট্টাচার্য এবং গভর্নিং কাউন্সিলে সুদীপ ছাড়াও রয়েছেন রাজদীপ ওঝা।
এজিএমে শনিবার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। নতুন কাউন্সিল গঠন হবার পর একটি ‘কফি টেবিল বুক’ উন্মোচন করেন বিসিসিআই সচিব। এদিনের সভার শুরুতে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।