এসিএসের শীর্ষে চিরঞ্জীব, শীর্ষ দশে সাতজনই নারী

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : আজ, বৃহস্পতিবার অসম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এসিএসের শীর্ষে রয়েছেন চিরঞ্জীব ফুকন। দ্বিতীয় হয়েছেন আনিশা বুড়াগোঁহাই। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩৫জন পরীক্ষার্থী। এপিএস শীর্ষে পার্থ প্রতিম শর্মা।

এসিএস পদে মোট ৪৫ জন প্রার্থী পাস করেছেন। ৩৫ জন প্রার্থী এপিএস পাস করেছে। ১৩ জন প্রার্থী এএফএস পাস করেছে। একইভাবে বিডিও পদে পাস করেছেন ছয়জন প্রার্থী। চারজন প্রার্থী এআরসিএস পদে উত্তীর্ণ হয়েছেন। এ দিকে, এসিএসের শীর্ষ দশ প্রার্থীর মধ্যে সাতজনই নারী।

এসিএসে দ্বিতীয় হয়েছেন আনিশা বুড়াগোঁহাই, চতুর্থ স্থানে মৃগাক্ষী বরুয়া, পঞ্চম তুতুমনি কাকতি, ষষ্ঠ মৃদুস্মিতা রায়, সপ্তম মেরি কলিতা, দীক্ষা সরকার অষ্টম হয়েছেন ও অঙ্কিতা ছেত্রী দশম স্থান অর্জন করেছেন।

এসিএসের শীর্ষে চিরঞ্জীব, শীর্ষ দশে সাতজনই নারী
Spread the News
error: Content is protected !!