নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সম্মেলনঅনুষ্ঠিত টুয়েলভে স্টেপ ফাউন্ডেশনে
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : প্রথা ট্রাস্টের উদ্যোগে এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাই ভারত, জিইজি গ্লোবাল ফাউন্ডেশন, টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, রোটারি গ্রিনল্যান্ড-এর সহযোগিতায় নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সম্মেলন টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে রবিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে উক্ত পুনর্বাসন কেন্দ্রের থাকা ৫০ জনেরও বেশি সদস্য সহ কর্মী ৬০ জনেরও অধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সম্মেলনে মূল বক্তারা মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেন।আসাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মধুমিতা ধর সরকার, আইন ও শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের সিএমও ডাঃ দর্শনা পাটোয়া, আসক্তির চিকিৎসা ও মানসিক প্রভাব নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তা বিশ্বজিৎ পাল স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহারের বিষয়ে তুলে ধরেন। সমাজকর্মী ও আইনজীবী সৌরভ চক্রবর্তী মাদকবিরোধী সামাজিক দায়িত্বের ওপর জোর দেন।
এছাড়া টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক দীপ ভট্টাচার্য পুনর্বাসন উদ্যোগ নিয়ে আলোকপাত করেন, শুভব্রত রঞ্জন দাস নিজের নেশার কবল থেকে পুনরুদ্ধারের প্রেরণাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন এবং রোটারি গ্রিনল্যান্ডের সম্পাদক সৌমিত্র পালিত সমাজসেবায় রোটারি ক্লাবের ভূমিকা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় এক ইন্টার্যাক্টিভ সেশনের মাধ্যমে, যা অংশগ্রহণকারীদের মনে আশাবাদ ও নতুন উদ্দীপনা জাগায়।