হস্ততাঁত দিবসে জাতীয় স্তরের আলোচনাচক্র বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়েও আয়োজিত হল ১১তম জাতীয় হস্ততাঁত দিবস। এ উপলক্ষে এদিন উদ্যোক্তা উন্নয়ন ও হস্ততাঁত শিল্পের ওপর জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করা হয়। বিষয় ছিল ‘ভারতের পুনর্নির্মাণ : উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই হস্ততাঁত শিল্পের ভবিষ্যতের জন্য প্রযুক্তির সঙ্গে আদি জ্ঞানের সংহতিকরণ’।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে এই আলোচনা চক্রের আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের দুংসান অ্যাকাডেমির ডিরেক্টর লাতো জাম্বা, নাবার্ডের সহকারী মহা ব্যবস্থাপক তথা জেলা উন্নয়ন ব্যবস্থাপক রবি শংকর লিকমাবাম, পিএনবি’র আরএসইটিআইর ডিরেক্টর ত্রিদেব চৌধুরী, বিশিষ্ট উদ্যোক্তা সবনম সুলতানা, হাইলাকান্দি ডিআইসির সহকারী ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সংস্কৃত শ্লোক পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন আলোচনা চক্রের আহ্বায়ক ড. জয়িতা দেব। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজের ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং, বিভাগীয় প্রধান অধ্যাপক দেবমাল্য ঘোষ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ বলেন, এই আলোচনাচক্র উদ্যোক্তাদের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নকে উৎসাহিত করবে। তিনি ঐতিহ্যবাহী হস্ততাঁত শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশাপ্রকাশ করেন।
আলোচনাচক্রে অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি সাংস্কৃতিক প্রদর্শনী ও হস্তশিল্পের প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিশেষজ্ঞরা দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সংহতিকরণ ও টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে স্থানীয় কারিগরদের ক্ষমতায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এদিনের অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের আদি হস্ততাঁত ও হস্তশিল্পের ওপর একটি গ্রন্থও প্রকাশিত হয়। সম্পাদনা করে ড. জয়িতা দেব, স্নেহা নাথ ও অনির্বাণ দত্ত। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন আলোচনাচক্রের সহ-আহ্বায়ক ড. লুরাই রংমাই।