বিশ্ব পরিবেশ দিবস পালন আশা ফাউন্ডেশনে

বরাক তরঙ্গ, ৬ জুন : সমগ্ৰ দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মাছিমপুর রোডের আশা (এ হোফ) ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ফাউন্ডেশনের সদস্যরা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের চর্তরে প্রায় বৃক্ষরোপণ শতাধিক বৃক্ষ রোপন করে দিবসটি উৎযাপন করেন।

ফাউন্ডেশনের সম্পাদক সঞ্জীব দেব বলেন,মবিশ্ব পরিবেশ দিবস পালন করার সবথেকে সহজ পদ্ধতি হলো বৃক্ষরোপণ করা। প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে, তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো কয়েক গুণ। এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতিবছর অন্ততপক্ষে ১০০টি করে গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সজল দেব, নিরঞ্জন দাস, নিধু দেব, চম্পক পোদ্দার, অভিজিৎ চক্রবর্তী, পিন্টু দাস, রাহুল চন্দ প্রমুখ।

বিশ্ব পরিবেশ দিবস পালন আশা ফাউন্ডেশনে
Spread the News
error: Content is protected !!