স্কুলপ্রাঙ্গণে গুলিবর্ষণে মৃত্যু  কমপক্ষে ১০ জন

৫ ফেব্রুয়ারি : বন্দুকবাজের হানা এ বার সুইডেনে। মঙ্গলবার সুইডেনের ওরেব্রোতে একটি স্কুলপ্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই হামলাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুকবাজের হানা হিসাবে বর্ণনা করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতের সংখ্যা ১০ জনের বেশি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন৷

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট জনপদ ওবেরো। স্থানীয় সময় ১২টা ৩৩ মিনিটে এই হামলা চালানো হয়। ক্যাম্পাস রিসবার্গস্কায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে, যা সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত প্রাপ্তবয়স্কদের জন্য একটি স্কুল। এটি তাঁদের জন্য যারা তাদের প্রাথমিক বা উচ্চশিক্ষা শেষ করেননি। ওই স্কুল লাগোয়া আরও অন্যান্য স্কুলও ছিল।

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তাঁরা আচমকা গুলির শব্দ শুনতে পান। অনেকে ভয় পেয়ে শ্রেণীকক্ষ থেকে পালিয়ে যান। অনেকে শ্রেণীকক্ষের ভিতরেই লুকিয়ে থাকেন। শিক্ষিকা মারিয়া পেগাডো বলেন, “আমি দেখলাম লোকেরা আহতদের টেনে বার করছে। প্রথমে একজন, তারপর আরও একজনকে। বুঝতে পারলাম ঘটনাটি খুবই গুরুতর।”

স্কুলপ্রাঙ্গণে গুলিবর্ষণে মৃত্যু  কমপক্ষে ১০ জন
স্কুলপ্রাঙ্গণে গুলিবর্ষণে মৃত্যু  কমপক্ষে ১০ জন

Author

Spread the News