হাইলাকান্দিতে অসমি ভোগালি মেলা শুরু
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দি শহরের টাউন হল প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে অসমি ভোগালি মেলা শুরু হয়েছে। অসম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশন অভিযানের উদ্যোগে আগামী শনিবার পর্যন্ত এই মেলা চলবে। এতে জেলার বিভিন্ন আত্মসহায়ক দল তাদের তৈরি সামগ্রীর বিপনি নিয়ে অংশগ্রহণ করছে। পাশাপাশি এই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সামগ্রিক উন্নয়নে বিভিন্ন বক্তা এসএইচজি কর্মকর্তাদের সক্রিয় তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। বক্তাদের মধ্যে ছিলেন হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের দুই সিনিয়র বিজ্ঞানী ড. যোগীসারাদ্য আর, ডাঃ সৌরভ শর্মা, বিশিষ্ট সাংবাদিক ড.শতানন্দ ভট্টাচার্য এবং হ্যান্ডলুম ইন্সপেক্টর অভিজিৎ দেবনাথ। বক্তারা ডিজিটাল যুগে নিজেদের ব্যবসা অনলাইনযোগে জনপ্রিয় করে তোলে অনলাইনে বাজারজাত করার আহ্বান জানান এ এইচ জি সদস্য দের প্রতি।
এর আগে স্বাগত ভাষণে এসএইচজি কর্মকর্তাদের কাজকর্মের উপর আলোকপাত করেন এএসআরএলএম এর ডিপিএম সৌমিত্র দে।

উদ্বোধনের পর মেলা প্রাঙ্গনে “জীবিকা সখীদের সাথে লাখপতি দিদি” শীর্ষক একটি আলোচনা চক্রও অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ১১ টায় পিএমএফএমই এবং ব্যক্তিগত ঋণ বিতরণ সভা অনুষ্টিত হবে।এরপর বিকাল তিনটায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরূপভাবে শনিবার দুপুর একটায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর পুরস্কার বিতরণ ও সমাপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

