চান্দখিরায় ২০ থেকে ২৩ জানুয়ারি বিধানসভা ভিত্তিক ঝুমুর নৃত্য প্রশিক্ষণ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি শ্রীভূমি জেলার চান্দখিরা খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে জেলার সব বিধানসভার জন্য ঝুমুর বিনোদিনী (মেগা ঝুমুর) নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। রাজ্যের চা উদ্যোগের ২০০ বছর পূর্তি উপলক্ষে আসামের চা জন জাতির সংস্কৃতি এবং পরম্পরাকে প্রদর্শন ও উদযাপন করতে এই কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যসূচিতে চা জন জাতি জনগণকে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করতে শ্রীভূমি জেলার সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক আহ্বান জানিয়েছেন।

চান্দখিরায় ২০ থেকে ২৩ জানুয়ারি বিধানসভা ভিত্তিক ঝুমুর নৃত্য প্রশিক্ষণ

Author

Spread the News