অসম যুব পরিষদের সদস্য পদ গ্রহণ, স্বাগত অনুষ্ঠান রংপুরে

অসম যুব পরিষদের সদস্য পদ গ্রহণ, স্বাগত অনুষ্ঠান রংপুরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : অসম যুব পরিষদের সদস্য অন্তর্ভুক্তি শুরু হয়েছে। এ উপলক্ষে শিলচর রংপুরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর চতুর্থ খণ্ডের ৮৫ জন আনুষ্ঠানিকভাবে অসম যুব পরিষদের সদস্যপদ গ্রহণ করেন। তাঁদের সম্মাননা জ্ঞাপন করে স্বাগত জানানো হয়। সভায় দলকে এগিয়ে নিতে আরও দায়িত্বশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটি সভাপতি সৌরভ দেব।

অনুষ্ঠানে সৌরভ দেব বলেন, রাজ্যে ও কেন্দ্রে মিত্রজোটের শরিক হিসেবে সকল উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে তাঁরা অঙ্গীকারবদ্ধ ।তবে এই ব্যাপারে কাছাড় তথা বরাক উপত্যকার যুবসমাজ অসম যুব পরিষদের পতাকাতলে সংঘটিত হলে এখানকার অগ্রগতি নতুন দিশা পাবে। বৃহস্পতিবার রাতে আয়োজিত সভায় অসম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জিতু বরগোহাঁই, অসম গণ পরিষদ কেন্দ্রীয় কমিটি-র দুই সাধারণ সম্পাদক কেএইচ বিমলেন্দু সিংহ ও সুনীল ডেকা-র তত্ত্বাবধানে ও নির্দেশে সব রকম সাংগঠনিক কর্মকাণ্ড আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে বলেন তিনি। সভায় জেলা যুব পরিষদ সহ-সভাপতি জয়মোহনচন্দ্র পাল সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।

Author

Spread the News