শ্রীকোণায় ৭২ ফুট উচ্চতায় বিশাল জাতীয় পতাকা উত্তোলন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : আসাম রাইফেলসের শ্রীকোণা ইজিএআর ইস্টের মুখ্য কার্যালয়ে ৭২ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করেন ওয়াইএসএম, এসএম, আসাম রাইফেলস (ইস্ট) ইনস্পেক্টর জেনারেল মেজর জেনারেল সুরেশ ভম্ভু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএম (অব.) এবং  ফ্ল্যাগ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সিইও মেজর জেনারেল অসীম কোহলি।

অনুষ্ঠানে আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত জওয়ান, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট, শ্রীকোণা গ্যারিসনের পরিবারবর্গ এবং শিশুরা অংশগ্রহণ করে।

শ্রীকোণায় ৭২ ফুট উচ্চতায় বিশাল জাতীয় পতাকা উত্তোলন আসাম রাইফেলসের

জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করান হয়। সেসময় বিশাল পতাকাটি দোল খেতে শুরু করে, যার মনোমুগ্ধকর দৃশ্য পরিবেশ এবং উপস্থিত সবাইকে দেশপ্রেমের উচ্ছ্বাস ও গর্বের অনুভূতিতে ভরিয়ে তোলে।

Spread the News
error: Content is protected !!