সংগ্রামী হাইপৌ জাদোনাং-এর জন্মবার্ষিকী উদযাপন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আসাম রাইফেলস মণিপুরের নোনেই জেলার কাম্বিরন গ্রামে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হাইপৌ জাদোনাং-এর জন্মবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর সাহসিকতাপূর্ণ সংগ্রামের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাইপৌ জাদোনাং ১৯০৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন আধ্যাত্মিক নেতা, সমাজ সংস্কারক এবং রাজনৈতিক নেতা ছিলেন, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।

তিনি হেরকা ধর্মীয় আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল প্রাচীন নাগা ধর্মের পুনর্জাগরণ এবং নাগা জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা

এই উদযাপনে শিশুদের দ্বারা হাইপৌ জাদোনাং-এর অবদানের উপর বিভিন্ন বক্তৃতা উপস্থাপিত হয়। এরপর তাঁর জীবন ও কৃতিত্বকে স্মরণ করে প্রার্থনা ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়।

হাইপৌ জাদোনাং-এর জীবনের গল্প বহু মানুষের জন্য এক অনুপ্রেরণা এবং তাঁর উত্তরাধিকার আজও সারা দেশে উদযাপিত হয়। এই জন্মবার্ষিকী উদযাপন ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করিয়ে দেয় এবং দেশের ইতিহাসে তাঁর প্রভাবের সাক্ষ্য বহন করে।