জিরিবাম ও তামেংলঙে শিক্ষক দিবস উদযাপন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : জিরিবাম ও তামেংলং জেলার কদমতলা, নিউকৈফুন্দাই এবং ওইনামলঙে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করল আসাম রাইফেলস। শিক্ষকের জাতির ভবিষ্যৎ গঠনের জন্য অবিরাম প্রচেষ্টাকে স্বীকৃতি জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শুক্রবার অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের সম্মানিত করা হয় এবং তাঁদের অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ উপহার ও শংসাপত্র প্রদান করা হয়। ওইনামলঙে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়, যা শিক্ষকের দিকনির্দেশনায় শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশের প্রতীকী ছিল। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকের জাতি গঠন এবং নতুন প্রজন্মের মন-মানস গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকাকে আলোকপাত করেন এবং তাঁদের ত্যাগ, সহিষ্ণুতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘটে, যেখানে শিক্ষকদের শিক্ষা ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কদমতলা, নিউকৈফুন্দাই এবং ওইনামলঙে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন এক বৃহৎ সাফল্যে পরিণত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণ একত্রিত হয়ে শিক্ষার স্তম্ভদের প্রতি সম্মান জানান।