ড্রেনে আটকে পড়া অয়েল ট্যাঙ্কার উদ্ধার আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : নির্মাণাধীন ড্রেনে আটকে পড়ে অয়েল ট্যাঙ্কার। আসাম রাইফেলস একটি তেল ট্যাঙ্কার উদ্ধার করতে সহায়তা করেছে। দুর্ঘটনাটি মণিপুরের তামেঙলং জেলার ওয়াইনলং গ্রামের ৩৭ নম্বর জাতীয় সড়কে।

ড্রেনে আটকে পড়া অয়েল ট্যাঙ্কার উদ্ধার আসাম রাইফেলসের

কাছে একটি নির্মাণাধীন নিকাশি ব্যবস্থার কারণে আটকে গিয়েছিল। ট্যাঙ্কারটি জিরিবাম-ইম্ফল কনভয়ের অংশ ছিল। অয়েল ট্যাঙ্কারটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম ছিল, এক বিপজ্জনক অবস্থার দাঁড়িয়েছিল। এতে সহায়তার হাত বাড়িয়ে দেয় আসাম রাইফেলস। এক্সকেবেটর লাগিয়ে ট্যাঙ্কারটি উদ্ধার করতে সক্ষম হয় আসাম রাইফেলসের জওয়ানরা।

ড্রেনে আটকে পড়া অয়েল ট্যাঙ্কার উদ্ধার আসাম রাইফেলসের
Spread the News
error: Content is protected !!