‘মহিলা কমিউনিটি হল’ নির্মাণের জন্য সামগ্রী প্রদান আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মণিপুরের থামেংলঙ জেলার কাইমাই গ্রামে ‘মহিলা কমিউনিটি হল’-এর জন্য নির্মাণ সামগ্রী প্রদান করল আসাম রাইফেলস। সম্প্রদায়ের উন্নয়নে সহায়তার অংশ হিসাবে বুধবার এই সামগ্রী বিতরণ করে আসাম রাইফেলস। এই উদ্যোগের লক্ষ্য হল কাইমাই গ্রামের মহিলাদের ক্ষমতায়ন করে সামাজিক সমাবেশ, দক্ষতা, উন্নয়ন কর্মসূচি এবং সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট স্থান হিসেবে গড়ে উঠবে। এই দৃষ্টিতে এবং স্থানীয় গ্রাম কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ে প্রয়োজনীয়তাবোধ থেকে নির্মাণ সামগ্রী বিতরণ করে আসাম রাইফেলস।

গ্রামবাসী, বিশেষ করে মহিলারা সামগ্রী প্রদান করায় আসাম রাইফেলসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কমিউনিটি হল প্রতিষ্ঠা হলে নারী উন্নয়নে, একতা বৃদ্ধিতে, সক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রদান এবং গ্রামের সামগ্রিক সামাজিক কাঠামো বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মহিলারা।

'মহিলা কমিউনিটি হল' নির্মাণের জন্য সামগ্রী প্রদান আসাম রাইফেলসের

এ দিকে, আসাম রাইফেলস এক বিবৃতিতে জানায়, এ ধরনের প্রভাবশালী উদ্যোগের মাধ্যমে মণিপুরে সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। এই প্রচেষ্টাগুলি এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রেখে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে জোর দিচ্ছে বাহিনী।

'মহিলা কমিউনিটি হল' নির্মাণের জন্য সামগ্রী প্রদান আসাম রাইফেলসের

Author

Spread the News