আসাম রাইফেলস মাছিমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে অপারেশন সিন্দুর বিষয়ে বক্তৃতা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : জাতি গঠন ও যুব সমাজের সম্পৃক্ততার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে, আসাম রাইফেলস মাছিমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে অপারেশন সিন্দূর বিষয়ে একটি শিক্ষামূলক অধিবেশনের আয়োজন করে।

শুক্রবার এই অধিবেশনে অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাঁদের অপারেশন সিন্দুরের তাৎপর্য সম্পর্কে অবহিত করা হয়। বক্তৃতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তাঁদের অটল প্রতিশ্রুতির ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ এবং দেশের স্বাধীনতা রক্ষায় বিমান প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার গুণাবলি বিকাশে উৎসাহিত করা। সৈনিকদের সাহস ও নিষ্ঠা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে সেই মূল্যবোধগুলোকে নিজেদের অধ্যয়ন ও ভবিষ্যৎ লক্ষ্যে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

এই ধরনের পদক্ষেপ আসাম রাইফেলসের অবিচ্ছিন্ন প্রচেষ্টাকে প্রতিফলিত করে, যা দেশপ্রেম, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা যুব সমাজের মধ্যে জাগ্রত করে শক্তিশালী ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছে।

Spread the News
error: Content is protected !!