জলের ট্যাঙ্ক ও ক্রীড়া সামগ্রী বিতরণ আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সাধারণ মানুষের নিরপত্তার পাশাপাশি সামাজিক কাজকর্মেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে আসাম রাইফেলস। জাতিদাঙ্গায় বিধ্বস্থ মণিপুরে নিরাপত্তার পাশাপাশি সাধারন জনতাকে সচেতন করে তুলতে নানা অনুষ্ঠান সহ স্বাস্থ্য ও শিক্ষামূলক শিবিরের আয়োজন করে চলেছে। মূলত সমাজ উন্নয়ন এবং জাতি গঠনেও কাজ করছে। বুধবার আসাম রাইফেলস ‘অপারেশন সদ্ভাবনা’ এর অঙ্গ হিসেবে গোটাইখাল, কদমতলা, নিউ কৈফুনদাই এবং নুংবা গ্রামের যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে। একই সঙ্গে, মংবুং ও চাম্পানগর গ্রামে জলের ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় সম্প্রদায় উন্নয়ন, জাতীয় সংহতি এবং সুসম্পর্ক ও কল্যাণ প্রচার করা।

যুব সমাজকে দেশবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে এবং তাদের খেলাধুলার দিকে উৎসাহিত করতে এই ক্রীড়া সামগ্রীর বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে তারা পেশাগতভাবে খেলাধুলা করতে আগ্রহী হবে, যা এতদিন মানসম্মত ক্রীড়া সামগ্রীর অভাবে ব্যাহত হচ্ছিল বলে মনে করে আসাম রাইফেলস।

এ দিকে, জলের সংকট দূর করতে কয়েকটি গ্রামে জলের ট্যাঙ্ক বিতরণ করা হয়। এতে স্থানীয় মানুষের পানীয়জলের সমস্যা কিছুটা দূর হবে। এই উদ্যোগগুলি গ্রামীণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করবে।