সড়ক দুর্ঘটনার পর সহায়তায় এগিয়ে এল  আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মণিপুরের ৩৭ নম্বর জাতীয় সড়কে কাইমাই ও শান্তিখুনাওয়ের মধ্যে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ ঘটে। মঙ্গলবার এই দুর্ঘটনায় ভ্যানের দশজন আরোহী আহত হন এবং দু’টি বাহনের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশে থাকা আসাম রাইফেলসের জওয়ানরা সঙ্গে সঙ্গে পৌঁছেন।

মেডিক্যাল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। অন্যদিকে আসাম রাইফেলসের জওয়ানরা দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচলের জন্য উন্মুক্ত থাকে। আসাম রাইফেলসের জওয়ানদের সেবার প্রশংসা করেছেন স্থানীয়রা।

সড়ক দুর্ঘটনার পর সহায়তায় এগিয়ে এল  আসাম রাইফেলস
সড়ক দুর্ঘটনার পর সহায়তায় এগিয়ে এল  আসাম রাইফেলস

Author

Spread the News