ASSAM RIFLES “কমান্ডারের সঙ্গে একটি দিন” কর্মসূচি জিরিবামের বড়বেকড়ায়

বরাক তরঙ্গ, ১ আগস্ট : এক হৃদয়স্পর্শী জনসংযোগমূলক উদ্যোগ হিসেবে আসাম রাইফেলস জিরিবাম জেলার বড়বেকড়া অঞ্চলে “কমান্ডারের সঙ্গে একটি দিন” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আসাম রাইফেলস-এর জওয়ানদের জীবনযাত্রা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রদান করা। অনুষ্ঠানে মোট ১৩৪ জন ছাত্রছাত্রী (৬৬ জন ছেলে ও ৬৮ জন মেয়ে) এবং ৬টি বিদ্যালয়ের ৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির মধ্যে ছিল—বড়বেকড়ার নেতাজি স্কুল, গাউখালের সানরাইজ পাবলিক স্কুল, বি. হুয়েনভেঙ-এর কোভেন্যান্ট স্কুল, টুইসেন সরকারি বিদ্যালয় এবং বুয়াংমুন ও সাইকুলফাই-এর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ASSAM RIFLES “কমান্ডারের সঙ্গে একটি দিন” কর্মসূচি জিরিবামের বড়বেকড়ায়

শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে সৈনিকদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনায় অংশগ্রহণ করে। পরে, তাদের ইউনিট এলাকায় একটি নির্দেশিত ভ্রমণের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে তারা সৈনিকদের শৃঙ্খলাপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ জীবনযাত্রার এক ঝলক দেখতে পায়। এই আলাপচারিতা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগায় এবং অনেকেই আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুপ্রেরণা লাভ করে।

ASSAM RIFLES “কমান্ডারের সঙ্গে একটি দিন” কর্মসূচি জিরিবামের বড়বেকড়ায়

অনুষ্ঠানে নানা ধরনের খেলা ও আনন্দদায়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।যেমন মিউজিক্যাল চেয়ার, চামচ দৌড়, ফ্রিজ ডান্স এবং বেলুন শুটিং। এরপর একটি কুকুর প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মুখে হাসি ও আনন্দ বয়ে আনে। দিনভর অনুষ্ঠানের সমাপ্তি হয় শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ও মধ্যাহ্নভোজের মাধ্যমে।

Spread the News
error: Content is protected !!