গোমাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নিয়ে সাময়িক বরখাস্ত এএসপি
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : গো-হত্যার বন্ধ করতে রাজ্য সরকার আইন প্রণয়ন করেছে। সম্প্রতি এনিয়ে বেশ তোড়জোড় পরিলক্ষিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে গো-মাংস ব্যবসায়ী, পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকড়াও করা হয়। এমনকি হোটেলগুলোতেও অভিযান চালিয়ে গো-মাংস উদ্ধার ও হোটেল মালিককে আটক করা হয়। এরমধ্যেই পুলিশ প্রশাসনের কিছু আধিকারিক ফায়দা তুলতে পিছপা হননি। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আড়ালে নিজের পকেট গরম করতে থাকেন। আর এমন অভিযোগে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এক উচ্চ পর্যায়ের এক আধিকারিক।
হোজাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পল্লব তামুলিকে এমন কর্মকাণ্ডে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে গরুর মাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গরু সিন্ডিকেট থেকে টাকা নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।