কনক সংঘের কালীপূজায় জীবন্ত মানুষের অশুর নাশিনী নাটক
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : শিলচর কনকপুর রোডের কনক সংঘ বিগ বাজেটের কালীপূজার আয়োজন করে। এবারের কালীপূজার বিশেষভাবে দর্শকদের আকর্ষণের জন্য জীবন্ত মানুষের দ্বারা অশুর নাশিনী নাটকের আয়োজন করা হয়। কনক সংঘের কালীপূজা সহ অশুর নাশিনী নাটকটিকে দেখার উদ্দেশে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের ভিড় উপছে পড়ে। সংঘের উপদেষ্টা ধীরেন্দ্র দাস বলেন, তাঁরা দুর্গাপূজা ও কালীপূজা ছাড়াও প্রতি বছর ষোল প্রহর কীর্তন এবং বিভিন্ন সময় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন।
সভাপতি মান্না দাস বলেন, ১৯৯০ সালে কনক সৃষ্টি হয়েছিল সমাজ সেবার উদ্দেশে। আজও সেটা অব্যাহত রয়েছে, প্রত্যেকবারই সাত্ত্বিক মতে দুর্গা পুজো ও কালীপুজো করে থাকেন এবং এই অঞ্চলের মানুষেরা পূজাটিকে সাফল্যতার ব্যাপকহারে সাহায্য ও সহযোগিতা করে থাকেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সুধাংশু দাস,কালী পূজার সভাপতি প্রীতম পাল, সম্পাদক কুটুস দাস, ক্লাবের সম্পাদক মিঠুন দত্ত, সদস্য নির্মল ধর, সঞ্জয় আচার্য, কুটুস রায়, বাপটু রায়, মনোজিৎ রায়, পিনাক রায়, মুন্না রায় সহ অন্যান্যরা।