পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জয়ী এএসইবি ক্লাব

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের ম্যাচে জিতল এএসইবি ক্লাব। এদিন ম্যাচে তাঁরা ৭ উইকেটে হারিয়েছে মুনলাইট অ্যাকাডেমি পালংঘাটকে। সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ম্যাচে টস জিতে এএসইবি ক্লাব মুন লাইটকে প্রথম ব্যাট করাতে পাঠায়। প্রথম ব্যাট করতে নেমে মুন লাইট অ্যাকাডেমি নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের হয়ে প্রভাব  সিংহ সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়াও ভাল রান পান নুর ইসলাম মজুমদার ২৯, নিভু শুক্লবৈদ্য ২৮, চিরঞ্জীত সিংহ ১৭ রান করেন। এএসইবি ক্লাবের হয়ে প্রদ্যুৎ চক্রবর্তী, আজিত কুমার দাস, দেবাশিস দেব ১টি কর উইকেট পান।

জবাবি ব্যাটিঙে এএসইবি ক্লাব ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে কৈশিক দেব সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়াও প্রদ্যুৎ চক্রবর্তী ৩৯, রাজীব দেব ২৯ রান করেন। মুন লাইট অ্যাকাডেমির রসিদ আহমেদ ২টি, প্রভাস সিনহা ১টি উইকেট পান।

পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জয়ী এএসইবি ক্লাব
পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জয়ী এএসইবি ক্লাব

Author

Spread the News