আর্যপট্টিতে অ্যারিয়ান ওয়ারিওরের স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : অ্যারিয়ন ওয়ারিয়র অর্থাৎ আর্যপট্টি উন্নয়ন কমিটি, সিটি হেল্থ কেয়ার ও লুপিন ডায়াগনস্টিক বোম্বে যৌথ ভাবে আর্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এতে প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বিপুল ভট্টাচার্য ও ইএনটি বিশেষজ্ঞ ডাঃ ওরিনা রাহা। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকের পরামর্শ অনুসারে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়, যার মধ্যে কিছু সম্পূর্ণ বিনামূল্যে ও কিছু সামান্যতম মূল্যের বিনিময়ে সম্পন্ন করা হয়। রবিবার এই স্বাস্থ্য শিবির উদ্বোধন করে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি হেল্থ কেয়ার পক্ষে সন্দীপ দেব, লুপিন ডায়াগনস্টিক সংস্থার পক্ষে জয়দীপ দে সরকার, ডাঃ অরিনা রাহা, দয়াময় বর্ধন প্রমুখ। তাঁদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। স্বাস্থ্য শিবির উপলক্ষে এলাকায় বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আর্যপট্টিতে অ্যারিয়ান ওয়ারিওরের স্বাস্থ্য শিবির

স্বাস্থ্য শিবিরের শেষ পর্যায়ে এক হৃদয় বিদারী দুঃসংবাদ এসে পৌঁছয়, আর্য্যপট্টি উন্নয়ন কমিটির সহ-সভাপতি বুদ্ধদেব দাস (নানু) হায়দরাবাদে প্রয়াত হয়েছেন। আজকের শিবিরে থেকে উপস্থিত সকলে গভীর শোক ব্যক্ত করেন।

Spread the News
error: Content is protected !!