অ্যারিয়ান ওয়ারিয়রের বার্ষিক সভা, গঠিত নয়া কমিটি

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শিলচরের অ্যারিয়ান ওয়ারিয়র অর্থাৎ আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। রবিবার আয়োজিত সভায় আর্যপট্টি অঞ্চলের সমস্যা ও নিরসনে কমিটির কর্মকাণ্ড নিয়ে সম্পাদকীয় প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা হয়। বিশেষত বর্ধিষ্ণুএই অঞ্চলের পানীয়জলের ধারাবাহিক সমস্যার উপর আলোকপাত করা হয়। মিউনিসিপ্যাল ও পিএইচই র সঙ্গে লাগাতার তদ্বির করার পর কিছুটা সুরাহা হলেও চল্লিশ বছরের পুরোনো পাইপ লাইন পরিবর্তন না হওয়ার ফলে সমস্যা গভীর হচ্ছে। তাছাড়া নর্দমা, রাস্তা বিদ্যুতের তার ইত্যাদি সংস্কার নিয়ে আগামীতে প্রয়োজনে আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়।

সাধারণ সভায় সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি, দয়াময় বর্ধনকে সাধারণ সম্পাদক এবং দীপক নাথকে কোষাধ্যক্ষ করে ১৮ জনের নুতন কমিটি গঠিত হয়। সভায় কমিটির  প্রাক্তন যুগ্ম সম্পাদক বুদ্ধদেব দাস (নানু)র সাম্প্রতিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এক শোক প্রস্তাবে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Spread the News
error: Content is protected !!