বাজারিছড়ায় আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠান
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ জুন : অন্যান্য বারের মত এবারও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র লোয়াইরপোয়া ব্লকের উদ্যোগে ও স্থানীয় হিরকসংঘের পরিচালনায় বাজারিছড়াতে অনুষ্ঠিত হল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এ উপলক্ষে মঙ্গলবার বাজারিছড়ার রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে দিনভরব্যাপী চলে নানা কর্মসূচি।এতে স্থানীয় বিভিন্ন স্কুলের ২৩৭ জন পড়ুয়ারা অংশ গ্ৰহণ করে।
শিক্ষক বিশ্বজিত নাগের পৌরোহিত্য অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা মুলক নানা অনুষ্ঠান। এতে বিচারকের ভূমিকায় ছিলেন বিজ্ঞান শিক্ষক যথাক্রমে ক্লিন্টন গাসা, ভিন্সি চরেই, ফ্রান্সিস সানাতম্বা। সূচনাতে আর্যভট্টের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদান করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ব করেন ক্লিন্টন গাসা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পী দেবস্মিতা ভট্টাচার্য।
পরবর্তীতে শুরু হয় ব্লক পর্যায়ের বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক কার্যক্রম।এতে তাৎক্ষনিক বক্তৃতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে রুকিয়া পারভিন, কৃস যোশেফ রাংলং ও পুনম মালাকার।এই বিভাগে সান্তনা পুরষ্কার পান বৈষ্ণবি লোহার। এরপর শুরু হয় বিজ্ঞান ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা। এতে প্রথম তিনজন যথাক্রমে সুয়েতা পাল, সাগরিকা গোস্বামী ও মেলোডি চরেই।এই বিভাগেও সান্তনা পুরস্কার পায় বৈষ্ণবি লোহার।মডেল মেকিং প্রতিযোগিতায় প্রথম তিন স্থানাধিকারী হল ক্রমে রোশন কৈরী, লেথকোভুম শাওকিপ ও কোয়েল ভট্টাচার্য।এতে সান্তনা পুরস্কার লাভ হয় দিপীকা কৈরীর।
এছাড়াও হীরক সংঘের পক্ষে বিশেষ পুরস্কার লাভ করে দেবস্মিতা ভট্টাচার্য। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অতিথিরা। এদিন অনুষ্ঠান শুরুর আগে স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক নিহার কর পুরকায়স্ত।উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তাকর পুরকায়স্থ, প্রদীপ দেবনাথ, অর্পনা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা পাল। গোটা অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়াতে আয়োজকদের পক্ষে সংযোজক গৌরিশংকর চক্রবর্তী ও শিক্ষক নিহার কর পুরকায়স্থ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন